শফিক আজাদ::
যাত্রীদের নিরাপদ রেখে পরকালের যাত্রী হলেন উখিয়া উপজেলার পালংখালির জহির আহমদ ড্রাইভার(৪৫)। তিনি সরাসরি স্পেশাল সার্ভিসের চালক। তবে কি কারনে মৃত্যু হয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে না পারলেও যাত্রীদের ধারণা স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কোটবাজারে স্টেশনে এঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চলন্ত অবস্থায় কোন প্রকার দুর্ঘটনা ছাড়া চালকের মৃত্যুর ঘটনা এটি বিরল। এরপরও সৃষ্টি কর্তা কার মৃত্যু কিভাবে করে তা তিনিই একমাত্র জানেন। সে হিসেবে চলন্ত গাড়িতে জহির ড্রাইভারের আকষ্মিক মৃত্যু হয়। এই ঘটনায় যাত্রীরাও কান্নায় ভেঙ্গে পড়েন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর জানান, ঘটনাটি শুনার পর খোঁজ খবর নেওয়া হচ্ছে।
Leave a Reply