• সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ০৫:৫১ অপরাহ্ন
  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
শিরোনাম
উখিয়ার ভালুকিয়ায় কবরস্থান দখলের প্রচেষ্টা উখিয়া থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারী আটক উখিয়ায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি+) প্রকল্পের কাজ উদ্ধোধন আমি ক্ষমাপ্রার্থী : চকরিয়ার পৌর কাউন্সিলর রাশেদার বিবৃতি ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ারের বিদায় সোহাগ রানার বরণ অনুষ্ঠান উখিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও স্বর্ণের বারসহ আটক-১ খুনিয়াপালং এর আব্দুল হক ইয়াবাসহ আটক,সহযোগী আব্দুর রহিম পলাতক উখিয়া প্রধান সড়ক চৌরাস্তার মোড়ে জেব্রা ক্রসিং স্থাপনের দাবি খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল হক কোম্পানীর প্রতিবাদ ও ব্যাখ্যা ভাসানচরের পথে উখিয়া ছাড়লেন ৩৭৯ রোহিঙ্গা

বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার রয়েছে

মুফতি মুহাম্মদ আল আমিন
আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার রয়েছে

আমাদের দেশে সাধারণত বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তিতে মেয়ের অধিকার দেওয়া হয় না। দিলেও অনেক কম দেওয়া হয়, যা একেবারেই নগণ্য। অথচ বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার পবিত্র কোরআনের সুরা নিসার ১১ নম্বর আয়াত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ ঘোষণা করেন, ‘তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ বিশেষভাবে আদেশ দিচ্ছেন যে, দুই মেয়ের সমান অংশ এক ছেলে পাবে।

…’ একজন মেয়ের জীবনে কোনো আর্থিক দায়িত্ব দেওয়া হয়নি। মেয়েদের আর্থিক খরচ জন্ম থেকে বিয়ে পর্যন্ত বাবার দায়িত্বে। বিয়ের দিন থেকে মৃত্যু পর্যন্ত সব খরচ স্বামীর দায়িত্বে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইসলামী আইন অনুযায়ী বিয়ের যাবতীয় খরচ বরের, কনের বাবার নয়। নারীর জীবনে কোনো অর্থনৈতিক দায়িত্ব না থাকা সত্ত্বেও নারী তার স্বামী থেকে নগদ দেনমোহর পায়। বাবা মারা গেলে তার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়। স্বামী মারা গেলে তার সম্পত্তিতে অংশীদার হয়। আপন ভাই মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তিতেও ওয়ারিশ হয়।

নিজের ছেলে মারা গেলে তার রেখে যাওয়া সম্পদেরও মালিক হয়। ইসলাম এসব অধিকার নারীকে দিয়েছে।
একজন নারী তার ব্যক্তিগত আয়, নিজের সম্পদ বা গচ্ছিত টাকা-পয়সা নিজের পরিবারের জন্য, স্বামীর জন্য বা সন্তানদের জন্য খরচ করতে বাধ্য নয়। অথচ একজন পুরুষ নিজের সব ধরনের আয় ও সম্পদ স্ত্রী ও সন্তানদের জন্য ব্যয় করতে বাধ্য। তাই আল্লাহ নারীকে তার বাবার সম্পত্তিতে ভাইয়ের তুলনায় অর্ধেক অংশের মালিক বানিয়েছেন।

সুরা নিসার ১১ ও ১২ নম্বর আয়াতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার পরিবারের কোন সদস্য কত অংশ পাবে। সব সম্পত্তি সুন্দরভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে লক্ষণীয়, নারী যেমন তার বাবার রেখে যাওয়া জায়গা-জমিতে অংশ পাবে, তেমনি অস্থাবর সম্পত্তিতেও অংশ পাবে। যেমন বাবার রেখে যাওয়া নগদ টাকা-পয়সা, ঘরের আসবাবপত্র, দোকানের মাল, বিভিন্ন জিনিসেও অংশ পাবে। বাবার বাড়ির ভিটিতেও অংশ পাবে।

প্রিয় পাঠক! আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই তারাও মেয়ে ও বোনদের প্রতি এ জুলুম করি। তাদের ঠকাই। দেশের শিক্ষিত সমাজের বড় অংশও এ বড় অপরাধে লিপ্ত। বোনকে ঠকানোর জন্য যারপরনাই চেষ্টা করে। অনেক এলাকার মানুষ মনে করে মেয়েরা যদি বাবার বাড়ির সম্পদ আনে তাহলে তাদের জীবনে অশান্তি নেমে আসে। এসব ধারণা ভুল। এগুলো কুসংস্কার। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। ঘরে, সংসারে, সমাজে তার অধিকার প্রতিষ্ঠা করেছে। বাবার সম্পত্তিতেও অধিকার দিয়েছে। আমরা যেন নারীদের সে অধিকার প্রতিষ্ঠা করি। মহান আল্লাহ তৌফিক দান করুন।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর