নিজস্ব প্রতিনিধি,
উখিয়া উপজেলার রাজাপালং এলাকা থেকে এক মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্মের হুতা সমাজদ্রোহী শামশুল আলমকে আটক করেছে পরে প্রাথমিক শাস্তি দিয়ে ভাল হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে উখিয়া থানার পুলিশ। শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটে হিজলীয়া।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শামসুল আলম আজ থেকে কিছুদিন আগেও সে ভাল ছিল। কিন্তু বর্তমানে সে খারাপ প্রকৃতির লোকদের সাথে মিলে নিজেও মাদকাসক্ত হয়ে উঠেছে। পাশাপাশি এলাকার নানান অপরাধের সাথে জড়িয়ে পড়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই সজলকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় রাইহান,রাসেল,শাহাজাহান,জাহাংগীর চৌধুরী। কারণ আটকের পর তাকে প্রথম বারের সুযোগ করে দেওয়ায়। মাদকাসক্ত ও সমাজদ্রোহী শামশুল আলম কে প্রথম বারের মত মাথা নেড়া করে শাস্তি দিয়ে সুযোগ করে দেন এস. আই সজল।