আইপিএলকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে বাজি ধরে নিঃস্ব হচ্ছে অনেকে। বিভিন্ন এলাকায় কিশোর ও তরুণরা যারা এ জুয়ার সঙ্গে জড়িয়েছে তাদের খুঁজছে পুলিশ।
এসব জুয়াড়িদের ধরতে অভিযানও শুরু করেছে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ বিভিন্ন এলাকায় জুয়ার সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহ করছে। আর এতে সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, আমরা তথ্য পেয়েছি- কোতোয়ালী এলাকায় আইপিএলকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে বাজি ধরে নিঃস্ব হচ্ছে অনেকে।
কিশোর ও তরুণরা যারা এ জুয়ার সঙ্গে জড়িয়েছে তাদের খুঁজছি আমরা। যারা জুয়ার সঙ্গে জড়িত তাদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানাচ্ছি।