যুক্তরাষ্ট্রের ইতিহাসে অধিকাংশ প্রেসিডেন্টই টানা দ্বিতীয় মেয়াদেও নির্বাচিত হয়েছেন। ব্যতিক্রম হাতে গোনা। মার্কিন জনতা এবার তাদের প্রেসিডেন্টের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। নতুন প্রেসিডেন্ট খুঁজে নিয়েছেন মার্কিনিরা। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
এদিকে নির্বাচনে হেরে গিয়ে আইনি পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতা হস্তন্তরের পর আগামী বছরের জানুয়ারিতে তিনি গ্রেফতার হতে পারেন বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম অ্যারলি।
স্থানীয় সময় রবিবার (বাংলাদেশ সময় সোমবার) সৌদি নিউজ চ্যানেল আল-অ্যারাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন।
অ্যাডাম অ্যারলি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি ভোগ করছেন। ওই ওসব মামলায় তাকে গ্রেফতার করা যাচ্ছে না।’
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে কর ফাঁকির মতো বহু অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
চলতি বছরের ৩ জানুয়ারি ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করে বলে অভিযোগ রয়েছে। বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় ইরান।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প তো চিরদিন ক্ষমতায় থাকবেন না। ফলে তিনি আজীবন আইনি দায়মুক্তিও ভোগ করতে পারবেন না।