এবার পুলিশি নি’র্যাতনে রায়হান হ’ত্যার প্রধান অ’ভিযুক্ত ব’রখাস্ত এ’সআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রে’ফতার করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কানাইঘাটের ডোনা সী’মান্ত এলাকা থেকে তাকে গ্রে’ফতার করে জে’লা পুলিশ।
এরইমধ্যে আকবর ভূঁইয়াকে আ’টকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে হাতজো’র করে বসে আছেন আকবর। আর স্থা’নীয়রা তাকে দ’ড়ি দিয়ে বাঁ’ধছেন
ভারতের খাসিয়ারা আটক করে বাংলাদেশিদের হাতে তুলে দেয় সেই এসআই আকবরকে (ভিডিওস…
ক্ষু’ব্ধ চোখে তারা আকবরকে দেখছেন আর বলছেন, কা’ন্না করিও না। ১০ হাজার টাকার জন্য মা’নুষ মা’ইরা ফা’লাও?
আকবর বলছেন, আমি মা’রি নাই। আমি হা’সপাতালে নিয়ে গিয়েছিলাম। আমারে মা’ফ কইরা দ্যান।
এদিকে সিলেট জে’লা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডি’বির পরিদর্শক সাইফুল আলম বি’ষয়টি নিশ্চিত করে জানান, এস’আই আকবরকে সিলেটে আনা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
There is certainly a great deal to know about this subject. I love all of the points you have made. Sharon Lon Hedgcock