সিলেটে পুলিশ ফাঁ’ড়িতে রায়হান হ’ত্যার প্রধান অ’ভিযুক্ত এস’আই আকবরকে ৭ দিনের রি’মান্ড মঞ্জুর করেছেন আ’দালত। মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেটে এ আদেশ দেন আ’দালত। সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কানাইঘাট উপজে’লার ডোনা সী’মান্ত এলাকা থেকে তাকে গ্রে’ফতার করে পুলিশ।
সিলেট জে’লা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডি’বির পরিদর্শক সাইফুল আলম বি’ষয়টি নিশ্চিত করে বলেন, বরখাস্ত এসআই আকবরকে ভারতীয় সীমান্ত থেকে গ্রে’ফতার করা হয়। পরে তাকে সিলেটে আনা হয়।
এদিকে গত ২১ অক্টোবর এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা করা ও তথ্য গো’পনের অ’পরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টু আইসি এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেটের বন্দরবাজার ফাঁ’ড়িতে পুলিশের নি’র্যাতনে নি’হত রায়হান আহমদ হ’ত্যা মা’মলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেনকে নতুন ত’দন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পিবিআই সিলেটের পুলিশ সুপার খুলেকুজ্জামান বি’ষয়টি নিশ্চিত করেন।
খুলেকুজ্জামান বলেন, রায়হান হ’ত্যা মা’মলায় আগের ত’দন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম ক’রোনা আ’ক্রান্ত হওয়ায় মা’মলার ত’দন্তের স্বার্থে আওলাদ হোসেনকে ত’দন্তের দায়িত্ব দেওয়া হয়।