কক্সবাজারের পেকুয়া চৌমুহনী এলাকা থেকে দেশীয় তৈরী এলজি বন্দুুক ও নগদ টাকা সহ ৩ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
কক্সবাজার ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পেকুয়ার চৌমুহনী এলাকায় কিছু লোক অস্ত্র কেনা-বেচার জন্য অপেক্ষা করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ১০ হাজার টাকা সহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ওই উপজেলার মাস্টার আবুল কাশেমের ছেলে কায়সার উদ্দিন (৪৭), জয়নাল আবেদিনের ছেলে আব্দুর রহমান (২৫) ও আকতার আহমদের ছেলে মো: দিদারুল ইসলাম প্রকাশ আরিফ (৩০)।
পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে।