র্যা’বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে প্র’বাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ম’ন্ত্রণালয়ে বদলির আদেশ দিয়েছে জ’নপ্রশাসন ম’ন্ত্রণালয়। গতকাল সোমবার জ’নপ্রশাসন ম’ন্ত্রণালয়ের উপ-স’চিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্র’জ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। সারোয়ার আলমকে প্রবা’সী কল্যাণ ও বৈ’দেশিক ‘কর্মসংস্থান ম’ন্ত্রণালয়ে সি’নিয়র সহকারী স’চিব হিসেবে ব’দলি করা হয়েছে।
তবে অন্যান্য ব’দলির আদেশ জ’নপ্রশাসন ম’ন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেয়া হলেও এটি দেয়া হ’য়নি। সরওয়ার আলম নিজেই তার নতুন কর্মস্থলে ব’দলির বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমাকে ব’দলি করা হয়েছে। নতুন দায়িত্বে যেন সফল হতে পা’রি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
সরওয়ার আলম ২০১৫ সাল থেকে রেবের নি’র্বাহী ম্যা’জিস্ট্রেট হিসেবে ক’র্ম’রত। তিনি দু’র্নীতি বি’রোধী শু’দ্ধি অ’ভিযানের সময় সা’হসী ভূমিকা রাখেন। এছাড়াও গেল পাঁচ বছরে অনেক অ’নিয়ম প্র’তারণার বি’রুদ্ধে বিভিন্ন সময় ভ্রা’ম্যমাণ আ’দালত প’রিচালনা করেন। বিশেষ করে ভে’জাল খাদ্য ও ভে’জাল পণ্য উ’ৎপাদনের বি’রুদ্ধে সো’চ্চার ছিলেন এই নি’র্বাহী ম্যা’জিস্ট্রেট।