কবর থেকে কঙ্কাল চুরি করে মেডিকেল শিক্ষার্থীদের কাছে চড়া দামে বিক্রি করেন। এমন অপরাধে ৬ মাস জেল খেটে এসে আবারও একই তৎপরতায় আটক বাপ্পী নামে এক যুবক। উদ্ধার হয় ১২টি মাথার খুলিসহ এক বস্তা মানুষের হাড়গোড়।
মো. বাপ্পী ময়মনসিংহের আরকে মিশনরোডের আশানীড় নামের এক বাসায় ভাড়া থাকতো। শনিবার (১৪ নভেম্বর) রাতে সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মানুষের খুলি ও হাড়। সাথে পাওয়া যায়, মানব দেহ দ্রুত পচানো ও কঙ্কাল প্রক্রিয়াজাত করার ক্যামিকেল। এ ঘটনায় হতবাক স্থানীয়রা।
পুলিশ বলছে, আটক হওয়া বাপ্পী দীর্ঘদিন ধরে কঙ্কাল পাচারের সাথে জড়িত। কবর থেকে কঙ্কাল চুরি করে মেডিকেল শিক্ষার্থীদের কাছে চড়া দামে বিক্রি করে সে।