ঝাল মুড়ির প্যাকেটে ইয়াবা পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় ৯ হাজার ২৩৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে পাচারের সময় চালানটি জব্দ করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, অভিনব কৌশলে ইয়াবা পাচারের খবর পেয়ে হলিডে মোড়ে আগে থেকে অবস্থান করে ডিবির একটি দল। রাত সাড়ে ৭ টার দিকে হলিডে মোড়ে একটি সিএনজি থামানো হয়। ওই সিএনজিতে বেশকিছু চিপস ও ঝালমুড়ির প্যাকেটসহ দুইজন যুবক ছিল। পরে চিপস ও ঝালমুড়ির প্যাকেট খুলে তল্লাশী চালানো হয়। প্রায় অর্ধশত ঝালমুড়ির প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। এসময় সিএনজিতে (অটোরিক্সা) থাকা দুইজনকে আটক করা হয়। তারা হলেন- টেকনাফের সাবরাং মণ্ডলপাড়া এলাকার রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০)।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের পরিদর্শক মো. আজহারুল ইসলাম।
তিনি জানান, প্রায় অর্ধশত ঝালমুড়ির প্যাকেটে ৯ হাজার ২৩৯ পিস ইয়াবা পাওয়া যায়। অভিনব কৌশলে পাচারে জড়িত দুইজনেক হাতেনাতে আটক করা হয়।