কক্সবাজারে ১ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) কক্সবাজার উত্তর বন বিভাগের ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজরা এলাকায় অভিযান চালিয়ে মোট ১২ টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়। বনের জায়গা অবৈধভাবে দখল করে তার বসবাস করে আসছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা, ফাসিয়াখালী রেঞ্জ। রেঞ্জের স্টাফবৃন্দ, ভিলেজার ও সিপিজি সদস্যবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।