হাসপাতালে একটি শিশুর উপর টিকার প্রয়োগ ১৭০ডিগ্রি দেখা যাচ্ছে। ইমুনাইজেশন ওয়ার্কার এভাবে ভুল পথে টিকা প্রয়োগ করছে। হাম রোবেলা টিকার প্রয়োগ পথে ৪৫ ডিগ্রি।
টেকনাফে অদক্ষ কর্মী দিয়ে শিশুদের হাম-রুবেলার টিকাদান কর্মসূচী শুরু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে স্বাস্থ্য সহকারী-স্বাস্থ্য ও কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
জানা গেছে, গত মাসের শেষের দিকে বেতন বৈষম্য নিরসন ও উচ্চতর গ্রেডের দাবীতে সারাদেশের স্বাস্থ্য সহকারীরা একযোগে ধর্মঘট শুরু করে। যা এখনো চলমান রয়েছে।
এদিকে পূর্ব নির্ধঅরিত হাম রুবেলার ক্যাম্পেইন শুরু হওয়ার কথা ছিল ১২ ডিসেম্বর থেকে।
কিন্তু স্বাস্থ্য সহকারীদের ধর্মঘটের কারণে জোড়ালো ভাবে ক্যাম্পেইন শুরু করা যায়নি।
এরমধ্যে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের মধ্যে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়েছে শনিবার থেকে।
ধর্মঘটে থাকা স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেছেন। হাম রুবেলার টিকা একটি গুরুত্বপূর্ণ টিকা। অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিতরাই এই টিকা দিতে পারেন। নাহলে শিশুদের নানা জটিলতা তৈরী হতে পারে। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে অতি উৎসাহী হয়ে ইমুনাইজেশন কর্মীদের দিয়ে এই টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। যাদের এই বিষয়ে কোন প্রশিক্ষণ নেয়। যা উদ্বেগজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য সহকারীরা আরো অভিযোগ করেছেন বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তার গোচরে আনলে তিনি উল্টো স্বাস্থ্য সহকারীদের নানা ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।
তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানিয়েছেন, শুধুমাত্র হাসপাতালের টিকাদান কেন্দ্রে হাম রুবেলা টিকার ক্যাম্পেইন শুরু হয়েছে। কোন জটিলতা দেখা দিলে যাতে চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিতে পারেন। সেখানে অভিজ্ঞ কর্মীদের দিয়ে টিকা দেয়া হচ্ছে।