জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ তথা মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সীমান্তের ১০০ জন প্রান্তিক জেলেকে নৌকা উপহার দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর টি-বাঁধ এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে ২৫ জন জেলের হাতে একটি করে নৌকা তুলে নেওয়া হয়। এ সময় তাদের মাঝে নৌকার পাল, গেঞ্জি এবং লুঙ্গিও বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বিজিবিএম (বার) এনডিসি, পিএসসি। উৎসবমুখর পরিবেশে জেলেরা এসব নৌকা গ্রহণ করেন। এরপর পদ্মার বুকে পাল তোলা নৌকা নিয়ে হাসি মুখে বাড়ি ফেরেন।