১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পার্ঘ্য অর্পন করেছে বিএমএসএফ উখিয়া শাখা।
বিএমএসএফের উখিয়া শাখার আহবায়ক আয়াজ রবি ও কাজী হুমায়ুন কবির বাচ্চুর নেতৃত্বে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টায় পুষ্পার্ঘ্য অর্পণ পূর্বক শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রশিদ মিজান ,উখিয়া প্রেসক্লাবের সহ সভাপতি হুমায়ুন কবির জুসান, উখিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের দপ্তর ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হক বাবুল, উখিয়া প্রেসক্লাবের সদস্য শ. ম গফুর, মোঃ ফেরদৌস, ইব্রাহিম মোস্তফা, সীমান্তবাংলার সম্পাদক মোসলেহ উদ্দিন, দৈনিক মেহেদীর উখিয়া প্রতিনিধি শাকুর মাহমুদ, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম,অর্থ সম্পাদক সালাউদ্দিন আকাশ, সদস্য ইমরান খান, ইমরান আল মাহমুদসহ প্রমুখ।