টেকনাফ কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ৩লাখ ২২হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে।
সুত্র জানায়, ১৬ডিসেম্বর (বুধবার) ভোরে টেকনাফ কোস্টগার্ড বিসিজি ষ্টেশনের জওয়ানেরা সাবরাং কাঁটাবনিয়া সাগর উপকূলীয় পয়েন্ট দিয়ে খালাসের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ বিপূল পরিমাণ ইয়াবা জব্দ করে। তা গণনা করে ৩লাখ ২২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণের পর জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকা টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হাফিজুল ইসলাম নিশ্চিত করেন। #