তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণপূর্বক বিভাগীয় মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হেড কোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (ডিএন্ডপিএস-১) মো. রেজাউল হক স্বাক্ষরিত পৃথক আদেশে এসএমপি কমিশনারকে এই্ নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্প্রতি পুলিশ হেড কোয়ার্টার্স থেকে তদন্ত কমিটি গঠিত হয়।
তদন্তে ইন্সপেক্টর আবদুছ ছালাম এবং এসআই খায়রুদ্দিনের বিষয়ে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।