উখিয়া রত্নাপালং ভালুকিয়া মাতবর পাড়ায় পূর্বশত্রুতার জের ধরে যুবলীগনেতা ডালিমের স্ত্রী ও রত্নাপালং সংরক্ষিত আসনের ইউপি সদস্য পুতুল রানী বড়ুয়ার মেয়ে তন্নি বড়ুয়াকে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে দিপকবাহিনীর বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে রত্নাপালং মাতবর পাড়া লিটন বড়ুয়ার ঘরের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,আলোচিত ইমন হত্যার ঘটনায় বোন তন্নি বড়ুয়া বাদি হয়ে দিপকবাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত মামলায় অভিযুক্ত দিপক বড়ুয়া দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বের হয়ে দিপক ও তার বাহিনীরা ইমন হত্যা মামলাটি প্রত্যাহার করার জন্য ভোক্তভুগী পরিবারকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।
গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় তন্নি বড়ুয়ার জেঠা সুরক্ষিত বড়ুয়ার মৃত্যুতে পৈত্রিক বাড়িতে যাওয়ার পথে ( ২৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে ভালুকিয়া মাতবর পাড়া এলাকায় মোটর সাইকেলযোগে দিপক বড়ুয়া ও তার বাহিনীসহ অতর্কিত অবস্থায় প্রাণে মেরে পেলার জন্য হামলা চালায় এতে গুরুতর আহত হয় তন্নি বড়ুয়া।
উল্লেখ্য, আলোচিত সমালোচিত চাঞ্চল্যকর ইমন হত্যার মূলহোতা দিপক বড়ুয়া ও তার বাহিনীর বিরুদ্ধে ইমনের আপন বোন তন্নি বড়ুয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেছিলেন এ নিয়ে এখনো উত্তজনাকর অবস্থা বিরাজমান রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন,তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।