কক্সবাজার শহরের বাসটার্মিনাল লারপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে। বুধবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লারপাড়া এলাকার আব্দুল কাদের (৬০) ও সারা খাতুন (৭০)।
নিহত সারা খাতুনের মেয়ে মমতাজ বেগম জানান, সকালে তার মা সারা খাতুন ছাগল নিয়ে রাস্তা পার হওয়ার সময় কলাতলীমুখী একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। একই সময় আব্দুল কাদের নামে আরও এক ব্যক্তি আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চকরিয়ায় মৃত্যু বরণ করে।
নিহতের স্বজনের সাথে কথা বলে জানা গেছে, সারা খাতুন ইট ভাটায় কাজ করেন আর আব্দুল কাদের এক সময় উত্তরণ গৃহায়নের নাইটগার্ড ছিলেন। বর্তমানে চাষাবাদ করেন।