উখিয়ার খেউয়াছড়ি বনরূপা আবাসন আশ্রয়ন প্রকল্পে শীতার্ত ১০০ পরিবার ও রহমানিয়া ইসলামিয়া এবতেদায়ী হেফযখানা ও এতিমখানার ৩২ জন এতিম শিশু এর মাঝে রাতের আধারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার রাত ১০ টার দিকে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ জানান, এই শীতের প্রকোপে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই শীতবস্ত্র অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।