নিখোঁজের ৫দিন পর দিনাজপুরের চিরিরবন্দরে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মৃত আবুল হোসেন চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউপির রামপুর মহলবাড়ি এলাকার মৃত আলো মোহাম্মদের ছেলে।
রবিবার চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের বড় জিনাহার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, আবুল হোসেন গত ২৩ ডিসেম্বর ভোররাতে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেননি।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।