চোখের সীমানায় শুধু শুঁটকি আর শুঁটকি। জেলেদের হাড়ভাঙা পরিশ্রমে সুন্দেরবনের দুবলার চর তাই এখন শুটকির রাজধানী।
চর এলাকার বহদ্দার আর দালালের খপ্পরে ন্যায্য দামে শুটকি বিক্রি করতে না পেরে হতাশ জেলেরা। এছাড়া আধুনিক যন্ত্রপাতির অভাবে রপ্তানীযোগ্য শুটকি উৎপাদনে ব্যাঘাত ঘটছে বলে দাবি তাদের।
বনবিভাগ বলছে, সুন্দরবনের দুবলার চর, মেহের আলী, আলোরকোল, অফিসকিল্লা সহ কমপক্ষে ১৫ টি মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কেন্দ্র নিয়ে দুবলা জেলে পল্লী। ১০ বছরে ৩৬ হাজার টন শুটকি থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা আয় করেছে বন বিভাগ।
তবে দেশের শুটকি শিল্পকে সামনে এগিয়ে নিতে জেলেদের সহযোগিতার আশ্বাস বন বিভাগের।