কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। রবিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে শ্রমিকরা কার্যক্রম বন্ধ রাখেন। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর কর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফেরেন শ্রমিকরা।
বন্দর শ্রমিকরা জানান, শ্রমিকরা টেকনাফ স্থলবন্দরে পর্যাপ্ত জেটি, টয়লেটসহ একটি ক্যান্টিন নির্মাণের দাবি করে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ তা এখনও পূরণ করেনি। এ কারণে সকালে শ্রমিকরা বন্দরে মালামাল লোড-আনলোডিং বন্ধ রাখে। এসময় শ্রমিকরা বন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে ভিড় করেন। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাসে কাজে ফেরেন তারা।
বন্দর শ্রমিক মো. মোজাহেদ বলেন, ‘বন্দরে রাত-দিন কাজ করে ক্লান্ত হওয়ার পরও শ্রমিকদের বিশ্রামের কোনও ব্যবস্থা নেই। জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা কাঠ লোড-আনলোডিং করলেও নেই কোনও জেটি। দীর্ঘদিন পর্যাপ্ত জেটি, টয়লেট ও একটি ক্যান্টিন নির্মাণের দাবি করে আসলেও তা এখনও পূরণ হয়নি।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, ‘শ্রমিকদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝির কারণে কিছুক্ষণ কাজ বন্ধ ছিল। পরে আবার দ্রুত কার্যক্রম শুরু হয়।
জানতে চাইলে টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি আবদুল আমিন জানান, ‘শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ থাকে। খবর পেয়ে সেখানে পৌঁছে স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে তাদের দাবি পূরণের আশ্বাস দেয়। বিষয়টি শ্রমিকদের অবহিত করে, তাদের কাজে ফেরানো হয়।