গেল বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ৮৬ জন নারী ও শিশু। এছাড়া, বাল্যবিয়ের শিকার হয়েছে ৯৩৫ জন শিশু।
‘শিশু পরিস্থিতি রিপোর্ট ২০২০, পত্রপত্রিকার পাতা থেকে’ প্রকাশ অনুষ্ঠানে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এসব তথ্য তুলে ধরে। শনিবার (৯ জানুয়ারি) সকালে, ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে রিপোর্টটি প্রকাশ করা হয়।
এসময় বক্তারা বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন, সেটা নানা কর্মকাণ্ডে উঠে এসেছে। তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। শিশুর প্রতি সহিংসতা রোধে ও সার্বিক শিশু সুরক্ষায় সামাজিকভাবে করণীয় কিছু দিক নির্দেশনা দেন বক্তারা।
এছাড়া, শিশু বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের পরামর্শও দেয়া হয় কনফারেন্সে। শিশু ধর্ষণ সামাজিক ব্যধি হয়ে গেছে বলে মন্তব্য করেন বক্তারা।