কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান চালিয়ে টেকনাফ থানা এলাকার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া হতে নূরুল ইসলাম প্রঃ নূর ইসলাম (২৮) ও জামাল হোসেন প্রঃ জামাল (২৯)কে আটক করা হয়। পরে স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।