রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় ট্রাকসহ বেইলি ব্রীজ ভেঙে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, সকালে পাথর বোঝাই ট্রাকটি বেইলি ব্রিজ পার হওয়ার নদীতে সময় ধসে পড়ে। স্থানীয়রা ১ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে আরও দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।