তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ২দিনের সফরে কক্সবাজার এসেছেন। আজ বৃহস্পতিবার ১৪ জানুয়ারী বিকেলে তিনি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, এডভোকেট সুলতানুল আলম প্রমুখ তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি-কে ফুল দিয়ে স্বাগত জানান।
মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি শুক্রবার ১৫ জানুয়ারী সকাল ১০টায় কক্সবাজার বেতার কেন্দ্র ও গেস্ট হাউস পরিদর্শন করবেন। একইদিন সকাল ১১টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মন্ত্রী ড. হাছান মাহমুদ এক সভায় মিলিত হবেন। একইদিন বিকেল ৫ টায় মন্ত্রী ড. হাসান মাহমুদ বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ জারিফ নাজমুল হাসান প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।প্রসঙ্গত, তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে পরপর তিনবার সদস্য নির্বাচিত হন।