উখিয়ায় হিজলিয়া এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে মোটরসাইকেল সংঘর্ষে আহসান উল্লাহ মিসেল নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
আজ রাত ৮ টার দিকে উখিয়া টেকনাফ মেইন রোড় সড়কে মোটরসাইকেলের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায় আহত, আহসান উল্লাহ (২৫) রাজাপালং তুতুরবিল এলাকার জাপর আলমের পুত্র ও ছাত্রলীগ নেত্রী রোমানা তসলীমার ভাই।