মিয়ানমারে সেনা অভ্যুত্থানের জেরে দুদিন বন্ধ থাকার পর টেকনাফ স্থল বন্দরে আবারো শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বুধবার থেকে আসতে শুরু করেছে পণ্যবাহি ট্রলার। এতে করে আমদানি-রপ্তানি কার্যক্রম নিজস্ব গতিতে ফিরে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী ও শুল্ক কর্মকর্তারা। সোমবার থেকে দুদিন মিয়ানমারের সাথে টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
এই বন্দরে গত জানুয়ারী মাসে রাসস্ব আদায় হয়েছে ৮ কোটি ২৯ লাখ টাকার বেশি। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা বেশি।