মিয়ানমারে ফেসবুকসহ একাধিক সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়।
অনলাইন বার্তায় তারা জানায়, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতেই ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসব মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মানুষের কথা ভেবে যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেয়ার আহ্বান জানিয়েছে ফেসবুক।
এর আগে ৪ শরও বেশি সংসদ সদস্যকে ২৪ ঘন্টার মধ্যে রাজধানী ছাড়ার নির্দেশ দেয় জান্তা সরকার।
অং সান সূচীকে দ্রুত মুক্তি দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সু চির বিরুদ্ধে আমদানি আইন ভঙ্গের অভিযোগ এনেছে পুলিশ।