পাবনা সদরে রায়হান হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ মে বাড়ি থেকে ডেকে নিয়ে রায়হান চৌধুরীকে হত্যা করে মিজান-তুষারসহ বেশ কয়েকজন। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়।
এদিকে রাজবাড়ীর কালুখালীতে স্কুলছাত্র জনি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া একজনকে খালাস ও আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে বিচার চলছে।