হেলাল উদ্দিন, (উখিয়া কক্সবাজার)
কক্সবাজার জেলার টেকনাফ বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (০২ এপ্রিল) সন্ধা সাড়ে সাতটার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ( র্যাব-১৫) এ অভিযান পরিচালনা করে।
আটককৃত হলেন, সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার সুলতান আহম্মদের পুত্র সোলেমান (৩২),
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
সুত্র জানায়, গত ২রা এপ্রিল রাত সাড়ে ৭টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টিএনটি রেস্ট হাউসের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সন্দেহজনক এক ব্যাক্তিকে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে কাপড়ের ব্যাগটি তল্লাশী করে ৬হাজার ৪শ পিস ইয়াবাসহ কিছু নগদ টাকা ও ব্যবহৃত মুঠোফোন পাওয়া যায়।
সে আরো স্বীকার করে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবসস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।