উখিয়া থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) রাত ১০ টার দিকে পালংখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
তথ্যসূত্রে জানা যায়,উখিয়া থানা পুলিশের একটি চৌকস টিম রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী এলাকায় এক মাদককারবারী ইয়াবা ক্রয় বিক্রয় উদ্যেশে অবস্থানরত সময়ে হাতে নাতে পাচ হাজার পিস ইয়াবা,একটি স্যামসাং টাচ্ মোবাইল ও ইয়াবা বিক্রয়ের নগদ ১০,৫০০ টাকা উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
আটককৃত হলেন,টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়ন এলাকার ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ কাসেম (২৯)
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।