কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল আইস মেথসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়,৮মে (শনিবার) দুপুর ১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হ্নীলা জাদিমোরা জেলে ঘাটের নুরানী জামে মসজিদ গেইটের বিপরীতে হাফসা ভাতঘরের সামনে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২৪নং লেদা নতুন রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৩এর বাসিন্দা মৃত মোঃ হোসনের পুত্র মোঃ হামিদ (১৯) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ১ কেজি ওজনের ক্রিস্টাল আইস মেথ মাদক পাওয়া যায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।