উখিয়ায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়েছে। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে, নিজ নিজ জায়নামাজ নিয়ে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (১৪ মে) সকালে উখিয়া উপজেলার কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন পাড়া মহল্লার মসজিদের চিত্র এমনই দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, উখিয়া উপজেলার দক্ষিন গয়ালমারা মসজিদে করোনার ভয়ে মানুষ জামাতের সাথে নামাজের সময়ও অনেকেই মাস্ক ব্যবহার করেছেন। জায়নামাজ হাতে দুরত্ব বজায় রেখে নামাজের কাতারে ইমামের সাথে ঈদের নামাজ আদায় করেন। আরো বিভিন্ন এলাকার মসজিদের খবর নিয়ে জানা যায় সবখানে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ সম্পন্ন করেছেন