এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির টাউট বাটপার নির্মুল কমিটির উদ্দ্যোগে চলমান অভিযান পরিচালনা করে উখিয়ার ভালুকিয়া গ্রামের এক ভুয়া আইনজীবীকে আটক করা হয়েছে।
জানা যায়, সে ভালুকিয়া আমতলী বড়ুয়াপাড়া গ্রামের আনন্দ বড়ুয়ার ছেলে সোহেল বড়ুয়া ( ২৫)।
সুত্রে জানা যায়,সোহেল বড়ুয়া রোহিঙ্গা ক্যাম্পেসহ বিভিন্নভাবে স্থানে আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে ভুলবাল বুঝিয়ে প্রতারণা করে আসছে।