এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)
উখিয়া থানা পুলিশের অভিযানে ১হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন, হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার রিদোয়ানের স্ত্রী রোহিঙ্গা ছেনুয়ারা বেগম (২৫)। যার বর্তমান ঠিকানা কুতুপালং রেজিস্টার ক্যাম্প।
শনিবার (১২ ই জুন) প্রায় সাতটার দিকে মরিচ্যা গরুবাজার সংলগ্ন গোয়ালিয়ার তিন রাস্তার মোড়ে উখিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।