বাংলাদেশ ছত্রলীগের সাবেক বিপ্লবী নেতা সিদ্দিক নাজমুল আলম তার ভেরিফাইড ফেইসবুক প্রোফাইলে স্টাটাস এর মাধ্যামে তার অসুস্থতার কথা তুলে ধরে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
ফেইসবুক স্টাটাস হবুহু তুলে ধরা হল।
সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন
বাঁচবো কি না জানিনা তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই
আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনা রে মেনেই করতাম এবং করি । কোনদিন তার বাইরে যাইনি ।
সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলিনাই
বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায়
আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি
আর শেষ কথা হলো বাংলাদেশে কোন ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোন টাকা বিদেশেও নিয়ে আসিনি । তদবির ঠিকাদারি দালালি পদ বানিজ্য কখনও করিনি
লন্ডনে গায়ে খাঁটি জীবনে যে কাজ করিনি তা করে জীবন যুদ্ধে লিপ্ত ছিলাম কিন্তু আমার কপাল ভালোনা
কিছুক্ষন আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে অনেকগুলো ব্লক ধরা পড়েছে ওপেন হার্ট সার্জারী করতে হবে হয়তোবা আজকালের মধ্যেই করবে
সরকারী হাসপাতালেই করবে কারন এইদেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভূল তথ্য দিয়েননা যে কোটি টাকার অপারেশন
যদি মরে যাই একটাই কষ্ট থাকবে নিজের দলের মানুষের প্রতিহিংসার স্বীকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে । আর আফছোছ হয়তোবা বড় কোন ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারী করে রেখেছে সেই ভূলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলামনা ।
আপা আপনিই আমার মমতাময়ী জননী স্নেহময়ী ভগিনী
আপনাকে অনেক ভালোবাসি ক্ষমা করে দিয়েন আমাকে
সবাই ভালো থাকবেন আপনাদের আর যন্ত্রনা দিবোনা
এস এন আলম
বার্থ হাসপাতাল (এন এইচ এস )
লন্ডন
১৮-০৬-২১