পাঁচ ম্যাচ সিরিজে হারের লজ্জা নিয়ে সন্ধায় শেষ ম্যাচ খেলে রাতেই নিজ দেশের বিমানে উঠবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচের পর বাড়তি সময় নষ্ট না করে চার্টার্ড বিমানে তাঁরা দেশে ফিরে যাচ্ছেন। বিকালের মধ্যেই তাদেরকে নিতে কান্তাস এয়ারওয়েজের একট বিমান ঢাকায় পৌছানোর কথা রয়েছে।
দিকে ঢাকায় আসার পর ভিভিআইপিদের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অজিদেরকে। ইমিগ্রেশনের জন্য করতে হয়নি অপেক্ষা। বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরে নেমে সরাসরি বাসে উঠে সুরক্ষা বলয়ের মধ্য দিয়েই পৌঁছে যান হোটেল ইন্টার কন্টিনেন্টালে জৈব সুরক্ষা বলয়ে। ২৭ জুলাই থেকে এই অবস্থায়ই তাঁরা ছিল। রাখা হয়েছিল টাইগারদেরকেও।
যেভাবে অজিরা বাংলাদেশে এসেছিলেন সেভাবেই চড়বেন বিমানে। করোনাকালে সিরিজ আয়োজন করতে অস্ট্রেলিয়ার দেওয়া কঠিন সব শর্ত মেনে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি নিজেদের চ্যালেঞ্জ জিতেছে। সেই সাথে টাইগাররাও জিতেছে সিরিজ। প্রথম টানা ৩ ম্যাচে জয়লাভ করে টাইগাররা। সিরিজের চতুর্থ ম্যাচে জয়ের দেখা পায় অজিরা। পরাজয়ের গ্লানি মাথায় রেখে বেশিক্ষণ সফরে থাকতে না চাওয়াই হয়তো তাদের ইচ্ছা।
বার্তা বাজার