এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)::
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে উখিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১ টায় সময় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়।।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোরশেদ,উপজেলা কৃষি অফিসার প্রসেংজিৎ তালুকদার,
রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন,
সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসাইন আকন, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা কামান্ডার বাবু পরিমল বড়ুয়া ও কবি আদিল উদ্দিনসহ অনেক রাজনৈতিক ব্যাক্তিবর্গরা।
এসময় উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ন কবির বাচ্ছু,এম ফেরদৌস সহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ব্যাক্তিদের আলোচনার ভিত্তিতে সরকারি বিধি মোতাবেক অনুষ্ঠানের সময়সূচী নির্ধারণ করেন উপজেলা নির্বাহী অফিসার।