এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার) ::
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।
রবিবার (১৫আগস্ট) সকাল ৯.৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এ কর্মসূচী শুরু করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।
পরে ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বাদ জোহরের পর মসজিদ,মন্দির,গীর্জা,প্যাগোডায়, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত সম্পন্ন হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ , উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী , উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন আহমেদ, বাংলা একাডেমির আজীবন সদস্য কবি আদিল চৌধুরী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম আনোয়ার , উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, মাষ্টার হারুন রশীদ, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ ও শিক্ষার্থী তসলিমা আক্তার।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তি যোদ্ধা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা, সাংবাদিক , শিক্ষক ও শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাষ্টার মেধু বড়ুয়া।
শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ, বিশেষ মোনাজাত অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীও গ্রহণ করা হয়।