এম ফেরদৌস (উখিয়া- কক্সবাজার)::
কক্সবাজার জেলার উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯শত ৭০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটককৃত রোহিঙ্গা নুর বশর (৩১) বালুখালী ১১ নং ক্যাম্পের জে-৩ ব্লকের মৃত নুরে আলমের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে বালুখালী ব্রিজের পার্শবর্তী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫) অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫’ জানতে পারে কতিপয় কিছু মাদকরবারী বালুখালী ব্রিজের উপর মাদক ক্রয় বিক্রয়ের উদ্যেশ্যে অবস্থান করছে, এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ ‘র একটি চৌকস দল উপরোক্ত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ইয়াবাসহ হাতে নাতে এক কারবারীকে আটক করেন।
তিনি আরো জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে এই মাদককারবারী স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত হতে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করেছে।