বার্তা পরিবেশক::
কক্সবাজারের উখিয়া উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে ‘বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন “বিসিপিআরটিএ” এর প্রথম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৭অক্টোবর) সাড়ে ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত’র মাধ্যমে অনুষ্ঠান শুরু করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষপূর্তি পালন করা হয়।
এ সংগঠনের লক্ষ ও উদ্যেশ্য হচ্ছে বাংলাদেশে মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে সরকারকে সহযোগিতা করা এবং বিভিন্ন ভাবে চুরি হওয়া ফোন প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া।
এ ছাড়া বিদেশ থেকে রেমিট্যান্স আয় করে দেশের অর্থ সঞ্চয়ের অবদানে মোবাইল ফোন রিপিয়ারিং এর মাধ্যমে টেকনিশিয়ানরা দেশে গুরত্বপুর্ন ভুমিকা পালন করে আসছে।
বাংলাদেশ সরকার নিকট পাঁচ দফা দাবি উপস্থাপন করে সারাদেশে এক যুগে এ সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে।