নিজস্ব প্রতিবেদক::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়া প্রতীকের নুরুল কবির চৌধুরী কে কঠোর সতর্কবার্তা দিয়েছে রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার।
জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তদন্তকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রত্নাপালং ইউনিয়নের রিটার্নিং অফিসারের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটানোর মাধ্যমে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী । তার প্রেক্ষিতে নোটিশের মাধ্যমে লিখিতভাবে কঠোর সতর্কবার্তা প্রদান করেন রত্নাপালং ইউনিয়নের রিটার্নিং অফিসার গুলশান আক্তার।
উল্লেখ্য, বিগত কয়েকদিন যাবৎ বর্তমান চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল কবির চৌধুরীর সাথে একে অপরের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতির লক্ষ্য করা গেছে। এর মধ্যে বিভিন্ন দপ্তরে পাল্টাপাল্টি অভিযোগ ও দেওয়া হয়েছে।