এম ফেরদৌস (উখিয়া কক্সবাজার)::
উখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তেলীপাড়া গ্রামের বেলাল উদ্দিন বাপ্পি(১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। পরিবারের দাবি তাকে আপহরণ করা হয়েছে।
জানা যায়, নিখোঁজ বেলাল উদ্দিন বাপ্পি ভালুকিয়া তেলীপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ আলীর ছেলে।
গত শুক্রুবার (১৯ নভেম্বর) বিকাল ৩ টা হতে কোটবাজার এক মোদির দোকান থেকে সে নিখোঁজ হয় অদ্যাবধিপর্যন্ত তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ বেলাল উদ্দিন বাপ্পির চাচা ডেইলী কক্স নিউজকে জানান, কোটবাজার আব্দুল হক স্টোর নামে এক মোদির দোকানে সে চাকরি কররো। গত শুক্রুবার বিকাল ৩ টার দিকে মুবাইলে এক বন্ধু কল দিয়ে বলে দোকান থেকে বেরিয়ে পড়লে এখন পর্যন্ত তাকে আর ফিরে পাওয়া যায়নি। এ নিয়ে তার পরিবারের মনে নানান প্রশ্ন ঘুরপাকখাচ্ছে। কেউ কেউ বলতেছে তাকে দুশমনি করে অপহরণ করা হয়েছে।
প্রতিবেদন চলমান…..