উখিয়া কুতুপালং ৭নং ক্যাম্পে ২ হাজার পিস ইয়াবা নিয়ে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে ১৪- এপিবিএন পুলিশের সদস্যরা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সাড়ে ১২টার দিকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের পার্শবর্তী এলাকা হতে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা ০১) মোঃ আমির(২৭) পিতা- নূর আহম্মেদ সাইট মাঝি- নূর আলম হেড় মাঝি- নূর মোহাম্মদ ক্যাম্প-০২ ডাব্লিউ ০২)রহমত করিম(২৫) পিতা- আবদু গফফার সাইট মাঝি- নুর আলম,হেড় মাঝি- মোঃ নূর রোহিঙ্গা ক্যাম্প-০৭ ব্লক-A ।
তাদেরকে তল্লাশী করলে ১০ টি নীল প্যাকেটে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।