নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ
বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়া উঠে,এমন ভাবগাম্ভীর্যের হ্নদয়স্পর্শী ও আবেগময় বক্তব্যের মাধ্যমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর বিদায় ও নবাগত ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহাগ রানা কে বরণে সংবর্ধনার আয়োজন করা হয়।
৩০ নভেম্বর দিবাগত রাত ৮ টার দিকে পবিত্র কোরান তেলাওয়াত ও ত্রিপিটক পাঠের মাধ্যমে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোাঃ আল আমিনের সঞ্চালনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘুমধুম ইউপি’র চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। আবেগময় বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত পুলিশ কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন,সংবর্ধিত নবাগত পুলিশ কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃসোহাগ রানা,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ,রাজাপালং ইউপির সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন,সাংবাদিক শ.ম.গফুর,ঘুমধুমের ব্যবসায়ী হায়দার আলী কোম্পানী,আওয়ামীলীগ নেতা সুবত বড়ুয়া,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম দস্তগীর প্রমুখ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি মানবিক নেতা ছৈয়দুল বশর,ঘুমধুমস্থ আকিজ কুমির প্রজনন কেন্দ্রের ইনচার্জ ও আকিজ গ্রুপের ম্যানেজার(অপারেশন) মোঃ তৌহিদুল ইসলাম, আকিজ গ্রুপের কর্মকর্তা (ভুমি) মোঃ জসিম উদ্দিন,মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ মৌল্লা ভাই,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ডাঃশাহজাহান,তরুণ আওয়ামীলীগ নেতা ও ইয়াহিয়া গ্রুপের ম্যানেজার এম.ছৈয়দ আলম,ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হেমলাল বড়ুয়া,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ নুর হোসেন শিকদার,বদিউল আলম মেম্বার,সংবাদকর্মী নুর মোহাম্মদ শিকদার, শফিক মেম্বার শ্রমিক নেতা ছৈয়দ হোছন,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণী,ছাত্রলীগ নেতা বিটু বড়ুয়া,সাবেক ইউপি সদস্য মোঃ ছৈয়দ আলম, গাড়ী শ্রমিক নেতা জাহেদ আলম,নুর হোসেন যুবলীগ নেতা ইউসুফ আলী, শেখ সাদেক, আমিন সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন কে বিদায়ী সম্মাননা স্মারক এবং
নবাগত পুলিশ পরিদর্শক সোহাগ রানাকে বরণ উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সকল অফিসার-ফোর্স, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ,ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও পরিবহন মালিক নেতা হেমলাল বড়ুয়া,যুবলীগ নেতা শেখ সাদেক এর পক্ষ থেকে পুষ্পিত সংবর্ধিত করে ক্রেস্ট প্রদান ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা স্মৃতিমুলক পুরস্কার প্রদান করা হয়।