ঢাকার কেরানীগঞ্জে বস্তাবন্দি এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার হযরতপুর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি আলীপুর ব্রিজসংলগ্ন সড়কের পাশে পড়ে ছিল।
নিহতের কোনো পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল বেগুনি রঙের কামিজ ও সাদা রঙের সেলোয়ার।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, সকালে স্থানীয় লোকজন আলীপুর ব্রিজের সামনে সড়কের পাশে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৩ বছর। ধারণা করা হচ্ছে- রাতে কেউ তাকে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে গেছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।