এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)::
উখিয়া ৬ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে বিতর্ককিত মাস্টার মুন্না পন্থী সাম মিয়া গ্রুপের প্রধান আজিজুল হক ওরফে চান মিয়া ও তার সহযোগী মোহাম্মদ উল্লাহকে ৫ রাউন্ট বিদেশী গুলিসহ আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর রাজ্জাকের নেতৃত্বে একটি অভিযানিক দল সিআইসি অফিসের সামনে থেকে তাদের আটক করেন।
তারা সশস্ত্র অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প-৬ এর সি আইসি অফিসের আশে পাশে নিজেদের আধিপত্য বিস্তারের দুস্কর্মে লিপ্ত ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক নাইমুল হক।