এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার))::
উখিয়া রত্নাপালং ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বানিজ্য মন্ত্রনালয়ের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির কারণে অসহায় ও হতদরিদ্রদের জন্য ন্যায্য দামে ট্রাকসেল কার্যক্রম শুভ উদ্ভোধন করেছেন নবাগত ইউএনও ইমরান হোসাইন সজীব।
আজ সকাল ১১ টার দিকে রত্নাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রম উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের সচিব আবু সুপিয়ানের সঞ্চালনায় রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল মনসুর চৌধুরীসহ রত্নাপালং ইউনিয়নের সকল জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হতদরিদ্র ও অসহায়দের মাঝে প্রথম পর্যায়ে স্বল্প মুল্যে টিসিবির পন্য ৫৫ টাকার মুল্যের ১ কেজি চিনি, ৬৫ টাকার মুল্যের এক কেজি মশুরীর ডাল, ১১০ টাকা দামের এক লিটার সোয়াবিন তেল দিয়ে এ কার্যক্রম শুরু করেন।